উপর্যূক্ত বিষয়ের আলোকে আপনাদের সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানান যাচ্ছে বিগত ০৯/০৯/২০১৩খ্রি: তারিখের মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক নিম্নের ছক মোতাবেক ইউনিয়নের বিভিন্ন ওর্য়াড সভার তালিকা নির্ধারন করা হলো। উল্লেখিত তারিখ মোতাবেক সভা করত: সভার রেজুলেশন সহ নির্বিাচিত প্রকল্প সমূহ(একটি প্রকল্পের জন্য একটি ফরম)পূরণ করত: নিম্ন স্বাক্ষর কারীর কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ে উন্মূক্ত সভা আগামী ২০/১০/২০১৩ খ্রি: তারিখে চুড়ান্ত প্রকল্প বাছাই করার সহযোগীতা করার জন্য অনুরোধ করছি।
প্রতি,
জনাব--------------------------সদস্য/সদস্যা, চিলাউড়া হলদিপুর ইউ/পি,
জগন্নাথপুর সুনামগঞ্জ।
(মো: আরশ মিয়া)
চেয়ারম্যান
চিলাউড়া হলদিপুর ইউ/পি
জগন্নাথপুর সুনামগঞ্জ।
সদয় অবগতির জন্যঃ-
১।উপজেলা নির্বাহী অফিসার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
২।উপসহকারী প্রকেীশলী এলজিইডি,জগন্নাথপুর,সুনামগঞ্জ।
৩।নোটিশ র্বোড
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS