চিলাউড়া হলদিপুর ইউনিয়নের অন্তর্গত হলদিপুর গ্রামে হলদিপুর এস্টেট যা হলদিপুর ফার্ম নামে পরিচিত। এ ফার্মে পরি পুকুর, ছোবহান পুকুর, হান্নান পুকুর নামে কয়েকটি পুকুর রয়েছে। ফার্মটির পারিপার্শিকতায় দেখতে অনেকটা মিনি পিকনিক স্পটের মত। যা চিলাউড়া হলদিপুর ইউনিয়নের অন্যতম দর্শনীয় স্থান হিসাবে পরিচিতি লাভ করে। এ ফার্মটিতে বিভিন্ন সময় ভ্রমন পিপাসী ও প্রকৃতিপ্রেমীরা অবসর সময়ে বিনোদনের উদ্দেশ্যে ভ্রমন করতে আসেন। এর পূর্ব ও দক্ষিনদিকে রৌয়া বিল ও মইয়ার হাওড়, পশ্চিমে হলদিপুর গ্রাম, উত্তরে নলুয়ার হাওড় অবস্থিত। ফার্মটির মধ্যভাগ দিয়ে জগন্নাথপুর-চিলাউড়া রাস্তাটি অবস্থান করায় প্রতিদিন ঐসকল এলাকার লোকজন যাতায়াত করার সময় ফার্মটির সৌর্দর্য অবলোকন করে থাকেন। এছাড়াও দূর দূরান্ত থেকে লোকজন এসে এর সৌন্দর্য উপভোগ করেন। এখানে ইতোপূর্বে সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত নাটক “বউ চুর” সহ অন্যান্য বেশ কয়েকটি নাটক এর শ্যুটিং হয় যা এলাকার সর্ব স্থরের মানুষের কাছে সমাদ্রিত হয়। এর নয়নাভিরাম দৃশ্য নিজ চোখে অবলোকন না করলে বিশ্বাসই হয়না। জগন্নাথপুর উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত এ ফার্মে যেতে হলে জগন্নাথপুর বাজারের চিলাড়াপয়েন্ট নামক স্থান থেকে পায়ে হেঁটে অথবা টেম্পো, সিিএন,জি বা অটো রিক্সাযোগে যাওয়া যাবে। এছাড়াও বর্ষা মৌষুমে নৌকাযোগে খুব সহজেই উক্ত স্থানে যাওয়া যায়।
এ ফার্মটির প্রতিষ্ঠাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল হান্নান চৌধুরী (ছুপি মিয়া)।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS