Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
বর্ষাকালে চিলাউড়া
Details

নলুয়া ও মইয়ার হাওড়ে প্রাদদেশে জগন্নাথপুর উপজেলা সদর থেকে পশ্চিমে অবস্থিত চিলাউড়া হলদিপুর ইউনিয়ন। যোগাযোগের ক্ষেত্রে জগন্নাথপুর সদর থেকে চিলাউড়া বাজার পর্যন্ত রিক্সা, টেম্পু বা সাধারন পরিবহন যোগে যাতায়াত করা গেলেও ইউনিয়নের বিশাল এলাকাজুড়ে ভ্রমন করতে হলে নৌকাই এমকামাত্র অবলম্ভন। বর্ষাকালে  নৌকা ছাড়া যাতায়াতের  কোন বিকল্প চিন্তা করা অসম্ভব। ইউনিয়নের  ভূরাখালী, দাসনোয়াগাঁও, স্বজনশ্রী, বাউধরন, গোপ্রাপুর, বেতাউকা, খাগাউড়া  সহ প্রায় ৫টি ওয়ার্ড বর্ষাকালে বিচ্ছিন্ন হয়ে  পড়ে  ইউ/পি সদর থেকে।  এ সকল  এলাকায় বর্ষা মৌষুমে নৌকাই যেমন  একমাত্র অবলম্বন।