২. ডিমান্ড সাইড ফাইনান্সিং- মাতৃ স্বাস্হ্য ভাউচার স্কীমের উদ্দেশ্য কি ?
গরীব ও দুঃস্হ মহিলাদের গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবতী সেবা গ্রহনের চাহিদা বাড়িয়ে মাতৃ মৃত্যুর হার কমানো মাতৃ স্বাস্হ্য ভাউচার স্কীমের মুল উদ্দেশ্য ।
৩. যে সকল গর্ভবতী মহিলারা ভাউচার স্কীমের সুবিধা পাবেনঃ
প্রথম গভাবস্থায় সকল মহিলা এ ভাউচারের সুবিধা পাবেন ।
দ্বিতীয় গর্ভ ধারনের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহনকারী মহিলাগন এই ভাউচার সুবিধা পাবেন ।
দরিদ্র গর্ভবিতী মহিলাকে কমসুচীর আওতাভুক্ত ইউনিয়নের স্হায়ী বাসিন্দা হতে হবে ।
যে সকল পরিবারের মাসিক আয় সর্বোচ্চ ২৫০০.০০ (দুই হাজার পাচশত) টাকা বা এর কম সেই সকল পরিবারের গর্ভবতী মহিলাগন যারা আন্যান্য শত পূরন করবেন, তারা ভাউচার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন ।
জমির পরিমান ০.১৫ একরের কম এমন পরিবার দরিদ্র বলে বিবেচিত হবে এবং স্কীমের আওতায় সুবিধা পাবেন ।
কোন আয় উৎপাদনক্কম সম্পদ (গরু/ছাগল,হাস/মুরগীর খামার,মৎস্য খামার, ফলের বাগান, রিক্রা, ভ্য্ন ইত্যাদি) যে সকল পরিবারের নের এমন পরিবারের মহিলারা এ স্কীমের সুবিধা পাবেন ।
৪. ভাউচারের মাধ্যমে প্রদেয় সেবা সমুহঃ
এই মাতৃস্বাস্থ্য ভাউচারের বিনিময়ে নির্দিষ্ট স্বাস্থ্য কেন্দ্র/হাসপাতাল/সেবাপ্রদানকারীর নিকট থেকে ভাউচার স্কীমের আওতাভুক্ত গর্ভবতী মহিলাগন নিম্নলিখিত সেবা পাবেনঃ
. তিনবার প্রসব পূর্ব চেক আপ
. নিরাপদ প্রসব সেবা ও
. একবার প্রসব পরবর্তী জচিলতার চিকিৎসা সেবা
. গভকারীন, প্রসবকালীন, ও প্রসব পরবর্তী জটিলতার চিকিঃসা সেবা ।
প্রসবকালীন জটিলতার ক্ষেত্রে মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কীমের আওতায় নিম্নবর্ণিত সেবা সমুহ প্রদান করা হয় ।
১। ফোরসেপ/হাত দিয়ে ফুল বের করা/ডিএন্ডসি/ ভ্যাকুয়াম এক্সট্রাকশন
২। খিচুনী ব্যবস্থাপনা
৩। সিজারিয়ান অপারেশন
উক্ত প্রকল্প সঠিক বাস্তবায়নের জন্য ইউনিয়ন ডি এস এফ কমিটি রয়েছে।
>>>>>>>>>>>>> >>>>>>>>>>>>> >>>>>>>>>>>>> >>>>>>>>>>>>>
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS