চিলাউড়া হলদিপুর ইউনিয়নেরে নলুয়া হাওড়ের কালো মাঠি। এলাকার মানুষের কাছে কয়লার বিকল্প হিসাবে এই কালো মাটি অতি প্রসিদ্ধ। এককালের গভীর নল খাগড়ার জঙ্গলের অবস্থানের ফলে এবং কালের বিবর্তনে ক্রমেই ক্ষয়ে যাওয়া বন থেকে সৃষ্ট এই কালো মাঠি যা শুকনো মৌষুমে সামান্যতম মাটি খনন করলেই তার দেখা মিলে। প্রতি হেমন্ত মৌসুমে এলাকার জনসাধারন মিলে স্থানে স্থানে মাঠি খনন করে কালো মাটি উত্তোলন করে থাকেন। এই মাঠিকে রোদে শুকিযে সারা বছরের লাকড়ির যোগান দিয়ে থাকেন কোন কোন পরিবারের লোকজন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS